হয়তো আবার শতেক বছর পরে
অন্য রূপে নতুন পরিচয়,
অচেনাতেও থাকবো যখন চেনা ,
পৃথিবীটা আবার আলোকময় ।
হাতদুটো মোর নীরব আলিঙ্গনে
ধরবে তোমার বাডিয়ে দেওয়া হাত,
একটু তখন পড়বে আবার মনে,
ফেলে আসা মধুর সে দিন রাত ?
হয়তো কোনো জ্যোৎস্না ভরা রাতে
চাঁদের আলোয় বাঁধবো আবার ঘর,
কালের সে কোন্ অমোঘ যোগাযোগে
আবার কাছে আসবো পরস্পর ।
নিবিড় যখন হবে আঁধার রাত,
আধেক ঘুমে,আধেক জাগরণে ?
দূরের থেকে চেনা বাঁশির সুর
আসবে যাবে মনের সংগোপনে ।
অগোচরে বলবে কানে কানে,
নতুন তো নয়,অনেক দিনের চেনা
অন্য কথায়,একই তো সেই গান,
হৃদয়ে তার আজও আনাগোনা ।
তখন তবে আনন্দে বিস্ময়ে,
নতুন রূপে খুঁজছি তোমায় কত,
এই তো তুমি একই রকম আছো,
আমিও তো ঠিক আছি আগের মতো ॥
শর্মিষ্ঠা
Comments